অনুকাব্য – পাঠ করো মন আপন দর্পণ

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1.
আওয়ালে নূর মোহাম্মদী
জাহের মুর্শিদ নিরবধী
তরিকতে আছেন হাদী
ভক্তজনরে করতে পার –
বিনা তারের খবর করে
গুরুরূপে নিরিখ ধর।

2.
অমর প্রাণের দীপ্তিধারায়
যে দিল সদা রয় রৌশন,
সে দিলের তলে মন্দির কাবা
স্বর্গসকল রয় বহমান।
আসো সে প্রেম মদিরা স্রোতে
শারাব সাকীর দীল বিছানায়,
ভাসাও এশক্ তরঙ্গে
অনুরাগের কাল যমুনায়।

3.
নিরানন্দ রিপু গুণে
অনিত্য বিষয়ের টানে
আপন আত্মারে বাধে
বিষয় মায়াজালে,
সদানন্দ পাইতে রে মন
মধূর বৃন্দাবনে করো গমন
নিরবধী ডাকো তারে
দয়াল দয়াল বলে।

4.
দায়েমীর ঐ রথে চড়ে
কায়েম থাকো হৃদ মন্দিরে
সারথীরে, অনুরাগে
দীল বোরাকে দাও আসন,
রূপ নেহারে, তূর পাহাড়ে
কাব কাওসাইন, নূর নূরীতন।

5.
অনুরাগের ভেলা যদি প্রেম দরিয়ায় ভাসে
দয়াল নামের নাও চলিবে, ভাবের সুবাতাসে।
দয়ালরে বানাইয়া তরী
নিজে তুমি হও কান্ডারী
ভক্তি বিশ্বাস সম্বল করি, হাইল বাধিও কষে
দয়াল তোমায় উদ্ধারিবে, নিবে নিত্য দেশে।

6.
অনামক সে অচিনপ্রভূ, গুরুনামে মর্ত্তে চিন
বেমেছাল সে নূর তাজাল্লী, গুরুরূপে ধরো মন।
পাইতে তারে হৃদ মন্দিরে, অনুরাগে মারো টান
আকুলীনি শ্রীরাধা হয়ে, শ্রী চরণে বিলাও প্রাণ।
তবেই তোমার মনের বনে, শ্যাম নূরানী গাইবে গান।

7.
পাঠ করো মন আপন দর্পণ
হৃদ কাবায় যার রয় নিশান
দীল দরিয়ার অতল তলে
হেরা গুহায় রয় কোরান।
বসো আপন আত্মবনে
শ্রীচরণ তলে বেন্ধে প্রাণ,
গুরু সত্য পরম তত্ত্ব
তোমায় দেখাইবে স্বরূপ ধন।

8.
গুরুরূপে বিলাও আপন প্রাণ
আপনার আমিত্ব ছাড়ি
বিষয় মায়া ত্যাজ্য করি –
দয়াময়ের শ্রীচরণে
কাঙাল হয়ে লও শরণ।
দয়ালেরও শ্রী রূপ হেরী
শীতল হবে ধ্যান নয়ন,
গুরু পানে চলো পাগল মন।

9.
স্বর্গ যাতনার অতীষ্ঠ আদম, জগতের প্রেম বিনে
পাওয়া না পাওয়ার হাসি বেদনা যে, রয় শুধু এখানে।
আদমের আলিফ আদী মহাপ্রাণ, তাইলো আসিলো ধরায়
প্রেমের তরে হয়ে প্রেমাস্পদ, মিশিল অনন্ত শুণ্যতায়।

10.
মরমে আমার আসীন হউক
পরম প্রিয় সত্য প্রাণ,
যৌবন দীপ শিখায় আজিকে
জ্বলুক লঙ্কা, দশানন।
ত্যাজি ক্ষুদ্র, জাগুক রুদ্র
প্রেমগঙ্গা লয়ে শিরে
এ প্রেম সুধায়, হৃদি মুসাল্লায়
রাখ শ্রী চরণ, কৃপাভরে।

লেখক – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর