সংগীত – আপন ও জ্যোতিতে আপনও ফিৎরাতে

লাবিব মাহফুজ

আপনও জ্যোতিতে, আপনও ফিৎরাতে
গঠলেন সাঁই রাব্বানা আদমও অজুদ,
অনন্ত অবতার প্রভু, আদমে মজুদ।

বিকশিতে আপনারে, প্রেম স্বরূপে স্বাকার ধরে
এরাদায় কারণের ঘরে, বিকশিত হয় জগৎ।
পঞ্চ খন্ডে পাক পাঞ্জাতন, আদি নূরে জহুর নূরীতন
পাঞ্জাতনে হইলো ইনছান, ফেরেস্তায় করে সজুদ।

প্রপঞ্চময় মোহাম্মদী ঘরে, নিরাকার সাঁই আছে স্বাকারে
অন্তহীন বাইতুম মামুরে, অবস্থিত রয় মাবুদ।
লাবিব বলে খুঁজো কি ধন, পাবে দেখা অজুদে ইনছান
দেখিলে শাজরাতুল ইয়াকিন, প্রকাশ হবে গুপ্ত ভেদ।

রচনাকাল – 05/07/2015

আপন খবর