কবিতা – প্রকৃতির দান

লাবিব মাহফুজ

নির্মলতার শিশির বিন্দু
ঝড়িছে প্রভাতের বুকে,
মেঘের খেয়া আকাশে হাসিছে
সুখের দীপ্তালোকে।

রোদের মিছিল শ্লোগান তুলেছে
সুনীল রাজপথে,
সরস পরশের ঝিরিঝিরি হাওয়া
চড়েছে দক্ষিনা রথে।

প্রাণের নির্মাল্য এ নির্মলতারে
সহসা করিনু দান,
প্রকৃতির এই অনন্ত মাধুরীমায়
ভরিলাম দু’নয়ন।

রচনাকাল – 08/01/2013

আপন খবর