আপন ফাউন্ডেশন

কবিতা – প্রকৃতির দান

Date:

Share post:

লাবিব মাহফুজ

নির্মলতার শিশির বিন্দু
ঝড়িছে প্রভাতের বুকে,
মেঘের খেয়া আকাশে হাসিছে
সুখের দীপ্তালোকে।

রোদের মিছিল শ্লোগান তুলেছে
সুনীল রাজপথে,
সরস পরশের ঝিরিঝিরি হাওয়া
চড়েছে দক্ষিনা রথে।

প্রাণের নির্মাল্য এ নির্মলতারে
সহসা করিনু দান,
প্রকৃতির এই অনন্ত মাধুরীমায়
ভরিলাম দু’নয়ন।

রচনাকাল – 08/01/2013

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles