লাবিব মাহফুজ
কি করে কাঁদায় বলো
যারে এতো ভালোবাসি,
দরদীয়ার নিষ্ঠুরতায়
কেঁদে কাটে সারানিশি।
পাষাণ এ প্রাণেতে মোর আসিলে প্রেমময়
সোনারও পরশে তব জাগাইলে এ হৃদয়।
ফুটিল কুসমকলি, চাহিল নয়ন মেলি
ফুটন্ত ফুল বাগিচায় একা নয়ন জলে ভাসি।
ছিলনা তিয়াসা ব্যাথা ভরা ভালোবাসায়
দর্শনে অপরূপ, জাগিল এ হৃদয়।
আসিলে প্রেমপাশে, কিঞ্চিৎ ভালোবেসে
ফেলিয়া অকূল পাথারে, বাজারে বিরহ বাঁশি।
রচনাকাল – 14/02/2015