লাবিব মাহফুজ
শ্রীগুরু মহান, তোমারী শরণ
থাকিতে জিবন, দাও এ প্রাণে,
অনন্ত মহান হে পতিতও পাবন
করুণা চরণ, বিলাও ধ্যানে।
বসুধার পুষ্পদল, গাহিছে অবিরল
তোমার মহিমাগীতি, সর্বক্ষনে,
সে সুধা ধ্যান, মোরে করোহে অর্পণ
তোমার অধীন মোরে করো নিজ গুণে।
অযুত বাধন শিরে, ডাকি তোমায় করোজোড়ে
মহিমা সকল তোমার জাগাও মনে,
অবলার হৃদাসনে, রাখ ঐ শ্রী চরণ
রাখ মোরে অন্তহীন, তোমার সনে।
রচনাকাল – 26/05/2018