শেখ মোবারক হুসাইন ওয়ায়েছী
ডাকি দয়াল তোমারে
এ জীবনে দেখা দিও আমারে।
তোমার দয়াগুণে ত্বরাও আমায়
রেখো না কারাগারে।
তোমার নাম স্বরণে হৃদে আসে ভাব
তুমি তো সকলি জানো কি আমার অভাব।
এবার ঘুচাও আমার সকল অভাব, রেখো না অন্ধকারে।
প্রেমের বাণী নিয়ে এলেন খাজা বাবায়
কত শত পাপীর জীবন ধন্য হয়ে যায়।
মুর্শিদ তুমি আমার খাজা বাবা, ধন্য করো আমারে।
এ জগতের মায়ায় তোমায় ভুলে রই
তুমি আমার নাইবা হলে যেনো আমি তোমার হই।
অধম মোবারক তাই কেঁদে বলে, ঠাঁই দিও চরণ পরে।