লাবিব মাহফুজ
স্বপনে কে এলে গো, জাগরণে দেখিনা
আমায় পাগল করে নিশির ঘোরে
বন্ধু কেনো রইল না।
প্রাণ বন্ধু যে মোর, বড়ই নিঠুর
সে বাঁশির সুরে উদাস করে, লুকাইল সুদূর।
আমি হারাইয়া হারা অন্তর, সে বিহনে বাঁচিনা।
প্রেম যমুনার তীরে বন্ধুর বাস
সে আমায় ডাকে অতি, মায়াবতি, ঘটায় সর্বনাশ।
আমি কদম তলায় আসলে কেনো বন্ধুয়ার খোঁজ মিলে না।
বন্ধুর প্রেমের যোগ্য আমি নই
তাই কূলমান ত্যাজি, কাঙাল সাজি পথে পড়ে রই।
জনম জনম কাঁদবে লাবিব, হইয়া বন্ধুর দেওয়ানা।
রচনাকাল – 07/10/2023