আপন ফাউন্ডেশন

সংগীত – যমুনা পুলিনে হে বংশীধারী

Date:

Share post:

লাবিব মাহফুজ

যমুনা পুলিনে হে বংশীধারী
বাজাও বাজাও শ্যাম তব মোহনও মুরারী।

যতদুরেই থাকি আমি, তোমার বাঁশির সুর
সদায় আমার কানে বাজে, নিত্য সুমধুর।
আমি ঐ সুর শুনিয়া পাগলপারা, বনে বনে ঘুরি।

কে যেনো হৃদ যমুনার কূলে কূলে, বাঁশরী বাজায়
আমার অন্তরেতে মীরা সম, সদা কৃষ্ণ গুণ গায়।
আমি কেমন করে রইবো দুরে, সে সুর পাশরি।

নৃত্তমগ্ন ত্রিভঙ্গেতে হৃদিপদ্মে শ্যাম
সদা মিলনও মধুর বাঁশি বাজাও অবিরাম।
কলঙ্কিনী লাবিবের গলে, দিও প্রেম বিরহের দড়ি।

রচনাকাল – 18/01/2019

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles