লাবিব মাহফুজ
আমিতো তোমার পূজা করি
হে মুর্শিদ, হে দয়াময় –
“ভালোবাসি খুব” তাই নেই এতে লাজ
নেই সংশয়।
তুমিই তো আমার প্রভু
আমার আল্লাহ ভগবান –
“ভালোবাসি খুব” তাই এ প্রাণে
তুমিই চির মহীয়ান।
ভালোবাসি তাই তুমিই আমার
নিত্য জগতস্বামী –
ভালোবাসি তাই, নিতি হে প্রভু
তোমার চরণ প্রণামী।
রচনাকাল – 17/10/2017