আপন ফাউন্ডেশন

কবিতা – গরীবের মুখের অন্ন

Date:

Share post:

লাবিব মাহফুজ

দুমুঠো ভাত, একটু কাপড়
থাকার জায়গা, অন্ন আধো মুখের
দু বেলা খেতে পায় না,
ওদিকে, সন্তান বড়লোকের
শিশু পার্কের রঙিন দোলনার
দোল খেতে ওরা চায় না।

ওরা চায় পাঁচটি মৌলিক অধিকার
ওরা চায় দুবেলা পেট পুরে আহার
একটু শিক্ষা নিজের জন্য,
কিন্তু যখন বড়লোক হায়
নিজের সুখে খায় কেড়ে খায়
গরীবের মুখের অন্ন!

তখন, করার থাকেনা কিছুই গরীবের
ফরিয়াদ করে শুধু কাছেতে খোদার
কেন মারোনা তুমি এই জালিমেরে,
কথা দিচ্ছি আমি ঘুমন্ত এ ক্ষণে
ছাড়বোনা কখনোই সেই বড়জনে
অত্যাচার করে যে গরীব উপরে।

রচনাকাল – 04/07/2011

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles