কবিতা – সেই দিন

লাবিব মাহফুজ

সেই দিন, এই শতদিন
মেলাতে পারিনা একটি দিনও
যেন সংজ্ঞাহীন।

সেই দিন
যেদিন, হাফ প্যান্ট আর গেঞ্জি গায়ে
ধানক্ষেতের ওই প্যাচানো বাতর দিয়ে
ঘুড়ি নিয়ে দৌঁড়েছি সারাদিন।

সেই দিন
যেদিন, বড় বাগানের আম গাছে উঠে
ঘুঘুর ছানাটি এনেছি লুটে
যত্নের আধিক্যে ছানার হয়েছে মরণ।

সেই দিন
যেদিন, পড়ন্ত বিকেলে ডিঙির ভাটায়
গোধূলীর রক্তির আলোকচ্ছটায়
ভেসে ভেসে দূর দেশে, ফিরিনি বহুক্ষণ।

সেই দিন, এই শতদিন
মেলাতে পারিনা একটি দিনও
যেনো সংজ্ঞাহীন।

রচনাকাল – 07/07/2011

আপন খবর