আপন ফাউন্ডেশন

কবিতা – জাগরণ

Date:

Share post:

লাবিব মাহফুজ

আছি আমরা কোথায় দাড়ায়ে, জানোকি মুসলিম ভাই
উত্তরণের জন্য তোমার সচেতনতা চাই।

বিশ্ব পরে মুসলিম মোরা, জ্ঞান-যোদ্ধার জাত
আজকে দীনহীন ভিখারীর বেশে, বাড়ায়ে রেখেছি হাত।

ছিল সময় এমন, গগনে ছিল ইসলাম দীপ্ত রবি
আলোয় যার আলোকিত ছিল, জগৎ চরের সবি।

স্বরণ করি আর আসাদুল্লাহ, জুলফিকারে আলী
ছিলে কান্ডরী দ্বীন ইসলামের, ঘুচাইতে সকল কালি।

কোথায় হোসাইন এসো সত্ত্বর, সহেনা আর দেরী
তোমারি বলে উঠবো তেজিয়া, লক্ষ হুংকার ছাড়ি।

আবার জাগুক হৃদয় কোনে সুপ্ত শক্তির আলো
হুংকারে যার দৌড়ে পালাবে, অসত্য, ত্রাস, কালো।

কোথা সে জুলফিকার, কোথা হাসান, হোসাইনের দুলদুল, তরবার
জাগুক লক্ষ হিয়ায় প্রত্যয় আজ, জয় হোক সত্যের।

রচনাকাল – 13/10/2012

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles