সংগীত – ওরে আমার দিনমণি যায় অস্তাচলে

লাবিব মাহফুজ

ওরে আমার দিনমণি যায় অস্তাচলে
ঘনায় অন্ধকার,
জাগে দিগ্বলয়ে বিদায় নিশাণ
হবে সাঙ্গ খেলাঘর।

দুদিনের এই মোহপাশে, বন্দী হয়ে মন
অনিত্য মাঝে ছিলাম বন্দী, ভ্রমে অচেতন।
ভাঙবে এবার নিশার স্বপন
হল আয়ুবেলা পার।

আমি মত্ত হয়ে মন মাতঙ্গ, রিপুরও বশে
কাটাইলাম জিবন বেলা, বিষয় মায়া-রসে।
তনু জড়জড় হইল বিষে
কেমনে হবো ভবপাড়।

সহায় সম্বল ছিল যাহা, কিছু্ই তো আর নাই
দয়াল নামের মালা লইয়া গলে, কান্দি পারঘাটায়।
অধম লাবিব কয় ঐ চরণ সহায়
সে বিনে আর নাই উদ্ধার।

রচনাকাল – 06/03/2024

আপন খবর