লাবিব মাহফুজ
যখন কেউ আমায় জিজ্ঞেস করে
জীবনে সবচাইতে বেশি কি করেছো তুমি?
আমি সঙ্গে সঙ্গে জবাব দিবো –
অপেক্ষা করেছি!
বার বার থেমে গেছি পথে পথে –
একটি মিলনের মূহুর্তের জন্য!
একটি প্রার্থনা কবুল হবে – এই আশায়!
অপেক্ষা করেছি!
একবার প্রেমে পড়ার জন্য এবং থেকেছি
তুমি ফিরে আসবে, সেই প্রতীক্ষায়!
রচনাকাল – 19/05/2019