কবিতা – সংগ্রামী সন্তান

লাবিব মাহফুজ

তোমারী স্বাধীন শীর
উচ্চে তুলে ধর
যথার্থ সন্তান তুমিই যথার্থ বীর।

মাথা উচিয়ে চলবে তুমি, দশ দিগন্ত মাঝে
দ্বিগজয় করে ফিরবে তুমি, সকাল দুপুর সাঝে।
এতোটুকু নীরব তৃপ্তি, বুকভরা আশা বেধে শত পুঞ্জে
মায়ের সতীত্ব, বাবার জীবন, ভাইয়ের রক্ত সাজে!
হাতছানি দিয়ে ডাকে স্বাধীনতা, উচিতে এই শীর
উন্নত শীরে উন্নত তুমি, নতুন সংগ্রামী বীর!

কেন ভয় পাও আজ তুমি কেনো দাও প্রশ্রয়
জেনো অমানিশায় ওরা ছিল ত্রাস, কালোরাতের সংশয়।
নব মাদকতায় বাধো তব বুক, গাও নতূনের গান
জানাও সবারে সেদিন গিয়াছে, আজকে মোরা স্বাধীন।
সেদিনের কোনো ক্ষমা নেই, নেই অত্যাচারীর পার
জীবন গেলেও তব শীর উচ্চে, তুমিযে মহান বীর।

কালের সাক্ষী ইতিহাসের পাতা কহে মোর কানে কানে
মায়ের ইজ্জ্বত, বাবার রক্ত, ভাইয়ের আর্তনাদ বাজে প্রাণে।
তাদের রক্তস্রোতে দিয়েছে তোমায় স্বাধীন এ অধিকার
অধিকারী তুমি সংগ্রামী সন্তান, সংগ্রামী সেই মার।
অধিকার আদায়ে ঝড়াও রক্ত, ঝড়াও পূণর্বার
কাপুরুষ তো নও তুমি, সংগ্রামী সাহসী বীর।

রচনাকাল – 04/11/2012

আপন খবর