আপন ফাউন্ডেশন

কবিতা – জ্যোতির চ্ছটা

Date:

Share post:

লাবিব মাহফুজ

অন্ধকারে নয়
নয় কল্পনার সুউচ্চ অসম্ভব কোনো পরিচয়!
এতো ধ্রুব সত্য! যা দেখেছি আমি
আমার প্রতিটি শ্বাস-প্রশ্বাসে!
মহান মুরলীধর – জন্মান্তরে – এ দ্বিগ্বলয়!

বাইতুল মামুরে বসি, চলেছি অন্তহীন সালাতে
অবহেলে স্বীয় আকিঞ্চন, যা ছিল গুপ্ত-অব্যক্ত!
অথচ সুক্ষ আলিঙ্গন। প্রেমময়! আমি অন্তহীন মরুপথে
হে প্রিয়তমা, ছিলে সুপ্ত – মৃত্যুপথে।

পেয়েছি তোমায়। প্রতিটি ইচ্ছাতে যেনো উদ্দীপ্ত
পর ছেড়ে আর পরলোকে আমি, তোমারী অস্তিত্ব!
তোমারী গুণে মোহিত ধরায়, আমি সে প্রেমময়
জগৎস্বামী, আমাতে আমি, চিরন্তন স্বামী।

সাধিতে সে প্রেম
যে প্রেমে অগ্নিস্ফুলিঙ্গের মতোই এসেছি ঝড়ে
চিরন্তন মোহনায়, স্বার্থক জনম, ধন্য আমি জগৎ মাঝারে।
উজ্জ্বল, প্রোজ্জ্বল! চির অম্লান! সুধা সঞ্জীবনী – যা অন্তহীন
করেছি পান! অজর অমর আমি! শাশ্বত! আমি মৃত্যুহীন।

রচনাকাল – 28/06/2015

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles