অনুবাদ – হযরত রাবেয়া বসরী আল আদাবিয়া (র)

সংকলন ও অনুবাদ – লাবিব মাহফুজ

1.
এক সচেতন প্রহরী আমি
ঠায় দাঁড়িয়ে থাকি দরজায়!
ভেতরে যে আছে, তাকে দিইনা বেড়োতে
আর যে বাহিরে, সে থাকুক বাহিরেই!
যদি খুলে রাখি দরজা –
যার খুশি আসবে, যার খুশি যাবে!
আমিতো পথ নই! আমি গন্তব্য!
আমি আমার হৃদয়ের দরজায়
এক সচেতন প্রহরী!
ভেজা মাটির দলা তো আমি নই!!

2.
একহাতে মশাল আর এক হাতে পাত্রভর্তি জল নিয়ে দৃপ্তপদে এগিয়ে চলেছেন রাবেয়া আল আদাবিয়া!
আগুনে জ্বালিয়ে দিতে জান্নাত আর জলে নিভিয়ে দিতে জাহান্নাম। আর কেউ যেনো জান্নাতের লোভ আর জাহান্নামের ভয়ে ইবাদত না করে!
ইবাদত যেনো হয় প্রেমপূর্ণ অনুরাগ-সমর্পনের শাশ্বত তাগিদে, প্রলুব্ধ বা ভীত হয়ে নয়…

আপন খবর