সংগীত – কেন যে প্রাণে বাজে তব সুর

লাবিব মাহফুজ

কেন যে প্রাণে বাজে তব সুর
কি সুধা মনে ফুটে যে মধূর,
তোমার পদছায়, কেন এ প্রাণ লুটায়
নয়নও আভায়, জাগে রাগে সুর।

ত্যাজিয়া যে হায় আপনার আপন
পেয়েছে খুঁজে শুধু তোমারি চরণ,
জগৎও মাঝে, প্রভাত ও সাঁঝে
এ প্রাণে শুধু যে ঐ রূপ মনোহর।

যে আশে পরাণ কাঁদে অবিরল
সে জ্বালা বহ্নি আরো হোক না প্রবল
তবু যে সুধা রাগে, এ প্রাণ জাগে
অন্তিমে সে সুর যেন, বাজে সুমধূর।

রচনাকাল – 27/10/2016

আপন খবর