আপন ফাউন্ডেশন

সংগীত – আনে ত্যাগের বিধান কুরবানি

Date:

Share post:

লাবিব মাহফুজ

আনে ত্যাগের বিধান কুরবানি
দূর করতে সব পশু প্রবৃত্তি, আত্মার গুণ হায়ানী।

মত্ত হয়ে পশু স্বভাবে ধরাতে রয় মনুষ্যদল
ইনছানিয়াত তরক করে পথ হারাইয়া হয় জাহেল।
অন্তরের পশু জবাই করে, প্রভূর ধামে যাবে ফিরে –
তাই কুরবানীর এই বিধান দিলো, দয়াল মাওলা কাদের গনি।

মূর্খ মানব আত্মায় রেখে পশুত্বের গুণ খাছিয়ত
বনের পশু জবাই করে না বুঝিয়া হাকিকত।
পশু স্বভাবে মত্ত হইয়া, আমিত্ব ত্যাগ না করিয়া –
জীব হত্যা করিয়া কেনো, বাড়াও তোমার পাপের খনি?

তোমার আত্ম মাঝে রয় পশুত্ব তারে এবার বলি দাও
আমিত্ব ভাব ত্যাজ্য করে শ্রীচরণে শরণ নাও।
আত্মার আত্মগ্লানি মুছে এবার, দয়াল পদে রও অনিবার –
ঐ পদবিন্দু সার করে রয়, অধীন লাবিব দিনরজনী।

রচনাকাল – 01/04/2021

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles