লাবিব মাহফুজ
এ পৃথীবি কি আমার?
নাকি আমি এ পৃথীবির?
হে পৃথীবি, তুমি আমায় কি দিয়েছো?
তুমি আমায় দিয়েছো ব্যাথা
আমার চারধারে বাড়িয়েছ শত্রু
তোমার জন্যই সমস্ত ব্যাথাগুলো ঘিরে রেখেছে আমায়
তোমার জন্যই সমস্ত অভিমান গুলো ঘিরে রেখেছে আমায়।
হে পৃথীবি, তুমি আমার কাছ থেকে কি নিয়েছো?
এ বুক উজাড় করে নিয়ে গেছ আমার সকল ভালোবাসা
অনন্তর, ঘৃণাভরে দূরে ফেলেছ আমার সকল আশা!
তবু কি আমি তোমারই পদতলে স্থান খুঁজবো?
অসহায়, গন্তব্যহীন এক ভবঘুড়ে আমি
তবু আশ্রয়প্রার্থী হবো না তোমার দয়ার,
তবু আশ্রয়প্রার্থী হবো না তোমার প্রতারণার।
তোমার ঐন্দ্রজালিক মমতাতলে –
অনন্ত উপহাসে আবদ্ধ, ক্ষুধিত, বিভীষিকাময় শার্দুলের!
কারণ আমিতো তোমার নই
হতে পারো তুমি আমার, কারণ
আমি শাশ্বত, চিরন্তন, অব্যয়, অক্ষয়, জ্যোতির্ময়
তুমিতো নশ্বর এ ধরা, আবদ্ধ আধার মায়ায়।
রচনাকাল – 10/08/2014