সংগীত – রূপ সাধনা বিনে তারে

লাবিব মাহফুজ

রূপ সাধনা বিনে তারে
কেবা ধরতে পারে,
হৃদ কমলে এঁকে ছবি
ধরো তারে রূপ নিহারে।

আরশে আলায় নিলুফারী
আঁকো সেথায় রূপ তাহারী
বাইতুল্লাতে সাধন করো
বরযোখ তারে ধরে।
দায়েমী সালাতে থাকো
নিরবধী রূপের ঘরে।

বরযখ নিরিখ সই করিয়া
কাব কাওসাইনে থাকো চাইয়া
দিবস নিশি সুরত তাহার
রাখো নয়ন ভরে।
মান আরাফা সাবেত করো
দয়াল রূপকে সঙ্গী করে।

আজিজি মিনতি দ্বারা
মুর্শিদ চরণ ধরগে তোরা
তমিজ তাজিম সহযোগে
সাধো দয়ালেরে।
লাবিব বলে শ্রীরূপ পাবি
মজলে গুরুর প্রেম সাগরে।

রচনাকাল – 17/01/2023

আপন খবর