লাবিব মাহফুজ
ক্ষণে ক্ষণে নব বৃন্দাবনে
করিতেছ একি লীলা –
সৃষ্টি প্রলয় স্থিতি আদি
সবি তোমারে প্রেম খেলা।
তুমি প্রেমেতে সাজাও নব দ্বীপ
বসে প্রেমাসনে-
দ্বীপেতে অবতার তুমি,
দাস সেজে রাঙা চরণে!
গাও সারাক্ষণ আপন কীর্তন
কন্ঠে লয়ে প্রেম মালা।
একা ছিলে নিরাকারে
লয়ে সকল আপন ধামে-
প্রেম রূপে সাকার হয়ে
প্রেম আশে জড়ালে নামে!
সে নাম লয়ে হৃদ মঞ্জরে
অধম লাবিব পায় প্রেম জ্বালা।
রচনাকাল – 17/10/2014