সংগীত – রাখ তোমার চরণ ও পরে দয়াল দরদীয়া

লাবিব মাহফুজ

রাখ তোমার চরণ পরে, দয়াল দরদীয়া
দিয়া মোর তনু মন প্রাণ, চাই ঐ চরণে শরণ
চাই মরমে আসীন হও, ওগো মরমীয়া।

আমার তৃষিত নয়নে সখি, তুমি বিনে আর না দেখি
কেমনে আমার এ প্রাণ রাখি, না করিলে দয়া
করিও মোর এ প্রাণ রক্ষা, দিয়া চরণ ছায়া।

ঐ চরণও তলেতে আমার, দয়াল নামে বান্ধা অন্তর
ঐ চরণ তরী সহায় করি, ত্যাজিবো ভব মায়া
রেখ লাবিবেরে দয়ার কূলে, না দিও ভাসাইয়া।

রচনাকাল – 02/06/2020

আপন খবর