কাঙাল আবদুর রহমান
হে কাঙালের দয়ালরে, দয়াল
প্রেমধনে পূর্ণ করো মোরে।
সত্য সুন্দর ধৈর্য জ্ঞানে
ভক্তি শ্রদ্ধায় মুক্তি আনে,
হেলায় খেলায় যায় যে বেলা
মনভুলা ভুল করেরে।
কাঙালের এই ভাঙা তরী
তাই নিয়ে গো বড়াই করি,
কখন জানি বিপাকে পড়ি
কাঙাল ডুবে মরেরে।
হে বেনু চাঁন মুর্শিদ কেবলা
দূর করো মোর বিষয় জ্বালা,
কভু না হই যেনো দুনিয়ামুখী
যেনো না ভুলি গো তোমারে।