সংগীত – খাজা মোর সুলতানুল আউলিয়া

লাবিব মাহফুজ

খাজা মোর সুলতানুল আউলিয়া, খাজা সুলতানুল আউলিয়া
তুমি পতিতেরে কর তারণ চরণ ধুলি দিয়া।

তুমি তাপস কূলের শিরমণি, হিন্দু দেশে নূরের খনি
বিলাও সে নূর দিন রজনী, আজমীরে বসিয়া।

দয়াল নবীর রওজা হতে, তুমি আসিলে গো আজমীরেতে
নিগুঢ় তত্ব বেলায়েতে, দিলে প্রচারিয়া।

অধম লাবিব চায় করুণা তোমার, কাঙালের ধন খাজা আমার
তোমার তরিকতে নূরের ভান্ডার, দিও কিঞ্চিত পরশিয়া।

রচনাকাল – 02/11/2020

আপন খবর