লাবিব মাহফুজ
চরণে মোরে কইরো কাঙাল
চাইনা কোন ধন –
আমার ভব পাড়ে রাসুল ছাড়া
নাইরে কেউ আপন।
তোমার তরীতে উঠাইয়া নিও মোরে
মাওলারই দরবারে,
তোমার নামের যোরে রোজ হাশরে
তরাইবো ভক্ত খাতিরে।
ডেকে নিও দিও কাওসার
যেন থাকে তোমার ধ্যানে মন।
আমার রাসুল বিনে ত্রিভূবনে
নাই কোন ভরসা,
আমি ধরছি তোমার নামের ভেলা
মোরে কইরো না নিরাশা।
আমি চাইযে শুধু তোমার কৃপা
তুমি লাবিবের কইরো আপন।
রচনাকাল – 12/10/2012