লাবিব মাহফুজ
আয় মা শ্যামা এ জীর্ণ ঘরে
তব প্রলয় নাচন, জাগবে বোধন
পরম চেতন, এ সংসারে।
তব আগমনে ভৈরব নিশান
জাগাও মাগো চরাচরে।
আকুল তব ব্যাকুল দিশা
করবে উজল এ ধরারে,
মাগো তোর ঐ নয়ন বারি স্রোতে
মরার দলে জাগবে মরে।
আসো বিভাবরী পূর্ণ রূপে
প্রাণের বাধন বাঁধতে শিরে।
রচনাকাল – 27/04/2018