লাবিব মাহফুজ
আমারে করিয়াছো তোমার অধীন
হে মহিমাময়, হে মহীয়ান
তব চরণ সুধা বিলায়ে আমায়, করেছো মৃত্যুহীন।
আকাশে বাতাসে ভূধরে সাগরে
ব্যাপিত তব করুণা বারি
ধরার সকল ধারায় ধারায়
বহে সর্বদায় করুণা তোমারি।
তোমারী চরণ ছায়া, পেল যবে এ অপয়া
সকল বন্ধন ত্যাজি জাগিল পরাণ।
জীবের জিবনে প্রভু, তোমারী আসন
ফুলের সুবাসে প্রভু তোমারী সুঘ্রাণ।
অনন্ত তব শ্রীরূপ খানি
এ পরাণে দিলে আনি
অনন্ত প্রেমের স্বাদ মুক্তির গান
তব চরণও সুধায় মজে, গাই তব শান।
রচনাকাল – 26/04/2019