সংগীত – তারে পাবি যদি মন

লাবিব মাহফুজ

তারে পাবি যদি মন
মনের গভীরে বাধো রাঙা শ্রী চরণ।

একই মনের দুটি দিক ভালো আর মন্দে
বাধে তোমায় জগৎ মোহে, সুখ নিরানন্দে।
ত্যাজিয়া মনের সকল কলুষ নাপাক
আপনত্বে প্রেমানন্দ করো গো ধারণ।

প্রদীপ ছড়ায় আলো সে আলোতে হায়
ভালো মন্দ ন্যায় অন্যায় সবি করা যায়।
মনের বাসনা তোমার হইলে সঠিক
সদায় সর্বক্ষণ পাবি নিরঞ্জন।

রচনাকাল – 30/10/2018

আপন খবর