আপন ফাউন্ডেশন

১৩ – কৃতজ্ঞতা সবার তরে

Date:

Share post:

এস এম বাহরায়েন হক ওয়ায়েসী

মাতা পিতা হতে অজুদ পাইয়া
সঞ্চালিত হলো রুহানী,
মনুষ্যত্ব ধারণ করে
হলো রূপ নিরূপন ইনছানি।

অছিলাতে ছিলেন যারা
কৃতজ্ঞতা তাদের প্রতি অন্তর জোড়া,
আদম অজুদে চেয়ে দেখি
শোভিত আছেন পাক গনী।

কলেমাতে এসেছে পবিত্র বাণী
মাওলার দরশন লা-ছানি,
মুহাম্মদ হতে পেলে চিহ্ন
দেখতে পাবো রাব্বানী।

ওহী হতে আসে কোরআন
তাতে প্রকাশ হয় মোহাম্মদী জবান,
নূর মোহাম্মদ নামের মধ্যে
দোজাহান রয় রৌশনী।

বাহরায়েন শাহ ওছিলা ধরে
ছিলছিলা নিয়েছে আপন করে,
ভয় চিন্তা তার দূর হয়েছে
নজরে মিলেছে যখন রহমানি।

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles