কবিতা – বন্ধন

লাবিব মাহফুজ

অনন্তে হারাতে দিলে বাসনা হৃদয়ে
অসীমতার বন্ধনে বাধা কেনো ডানা?
শূণ্যেরে করিতে পূর্ণ এ পথ চলায়
তোমার কিসের ভয়! এ যে মোর উলঙ্গ কামনা!

বঞ্চিত করে রাখিবে যদি সঞ্চিত তব বিরহ মাঝে
কে আনিবে নব উদ্যম, প্রলয়ের দামামা, ধ্বংসের পথে!
পুণ:জাগরণ, প্রভাতের স্নিগ্ধতা আধারের সাঝে –

ভোরের যে পাখি ত্যাজিয়া আপন
সকলের তরে বিলাইতে প্রাণ,
অসীম ছাড়ি মহাকালের তরে
স্রষ্টার শাপ-তাপ নিজে বহিবারে –
চলেছিল শূণ্যে, সময় অরণ্যে, খুলিতে আপন প্রাণ –
মহাশূণ্যে, মহাশূণ্যে, লইতে সময়ের দান।

যে তোমার তারে তুমি কেনো ভাবো পর,
আমি তোমার নাইবা হলাম তুমিতো আমার ।।

রচনাকাল – 02/04/2014

আপন খবর