লেখক – লাবিব মাহফুজ চিশতী
1.
যদি ভালোবেসে হই পাপী,
কে বলে এ পাপ? এ পাপ মুলুকে
আমি সকলেরে যাবো ছাপি!
2.
আমি অন্তরে আঁকি তারে
সেথা হতে রূপ তার
অনন্তে অবিকার!
সকল ছাপায়ে ওঠে ভিতরে বাহিরে!
আমি হৃদয়ে আঁকি যে তারে।
3.
এক প্রতীক্ষার অবসানে
জানি এসে দাড়াবে আমার
ব্যাকুল বাতায়নে!
এক সরস স্বপণ সাঝে
মৃদু হেসে মোর, হিয়ামাঝে প্রিয়
রহিবে নিরবে, প্রাণে-
আমার ব্যাকুল বাতায়নে!
4.
আমি আমি সময়ের এক নগ্ন কৃষক
চাষাবাস করি শূণ্যতায় –
ক্ষয়ে যাই, বয়ে যাই, রয়ে যাই নিয়ত
সকল হারানোর পূর্ণতায়!
5.
তুমি আমারে চিনিয়া নিও
যদিও বা হারাই দৃষ্টি আমার
পথে পড়ে রই, ঘোর অন্ধকার
তোমার নামের চির মহিমা দিয়ে
আমারে ডেকে নিও –
অন্ধ আমি, যতই হই পাপীজন
তোমার করুণার বাতি জ্বালিও –
তুমি আমারে চিনিয়া নিও।
6.
পড়েই থাকি পথের ধারে পুকুর পাড়ে, বিলে
কেউ তুলে নেয় মাথায় আমায় কেউবা পায়ে দলে!
7.
কেনো পাইনা খুঁজে?
কারণ, দুরে থেকেই ভালোবাসি!
কাছে আসার কিবা প্রয়োজন?
কে চেয়েছে ভালোবাসা?
শুধু কাছে এসো, পাশে বসো
হোক না ঘৃণার’ই আয়োজন!
8.
আমার আকুলতা তানপুরাতে বাজবে কতো আর,
এবার হৃদয় বীণার তারে তারে চাই সুরের সমাহার!
9.
তবু মন পড়ে থাকে
হাতে আটকে থাকা জোনাকীর মতো,
অসহায়, জ্বলে জ্বলে নিভে যাওয়া প্রায়
তবু ভালোবাসায়, চির অবনত!
10.
একটা আকাশ চাই! হৃদয়ের বেলাভূমে –
তীর্যক ভালোবাসা নিপতিত হোক, গোধূলীর লাল খামে!
লেখক – লাবিব মাহফুজ চিশতী