কবিতা – আহ্বান

লাবিব মাহফুজ

আমি ডাকি তবু সকলেরে –
যে পথে রয় অনন্ত কল্যাণ,
আশীষধারা নিরবধী রয় বহমান!
এ পথে আসো পথিক
ত্যাজি ভ্রান্তি, ত্যাজি কূলমান।

জিবনতো বিরাট, বিপুল স্বপন –
চেয়ে দেখো দুরাশার হাতছানি ভোর,
তোমারে ঘিরিয়া আছে মায়া অন্ধকার!
বাঁধিতে তোমারে মরণপাশে
এ জগৎ সংসার, শত্রু তোমার।

রচনাকাল – 26/05/2014

আপন খবর