লাবিব মাহফুজ
কোথায় রে মধুর বৃন্দাবন, মথুরা দ্বারকা ধাম
নিত্য চোখে চেয়ে দেখো, তোমার মাঝেই খোদার মোকাম।
গড়িয়ে দেহ রূপ সাজে
আঠারো মোকামে সে বিরাজে
কোঠায় কোঠায় প্রেম সাজে
করছে বসে প্রেমাঞ্জল কাম।
দেহ মাঝে সুক্ষ ধারা
ত্রিধারায় হয় মিলন ধরা
ত্রিবেনীর ঘাট মিলন চূড়া
সেথা হবে সিদ্ধ মনোষ্কাম।
মহাঐক্য দেখো সে সর্বঘটে
নাই ভেদাভেদ সত্য চিত্রপটে
অধীন লাবিব কয় সে নিত্যপদ্মে
সে একেশ্বর গড়েছে মহাধাম।
রচনাকাল – 23/12/2013