সংগীত – মুরলীর ধ্বনি শুনি যমুনারও পাড়ে

লাবিব মাহফুজ

মুরলীর ধ্বনি শুনি যমুনারও পাড়ে
আকুল ও সুরে সখা যে আমায়
ডাকিছে বারে বারে –
গহন ও প্রেমে, বিজনও বনে
শ্যাম বাঁশরির বাসরে।

প্রতিক্ষণে এ মনে যে ছড়ায় সুরের সুধা
প্রতি ধ্যানে আলোক রূপে সে
সরায় এ মনের দ্বিধা!
হৃদয়ের ক্ষুধা তবু, জন্মান্তরের বন্ধনে
নিদারুণ শাপ তাপ বাধিছে শিরে!

অনঙ্গ সাধের অনিন্দ্য স্বপন
হৃদয় কৈলাসে বাধিছে জিবন
ফিরিতেছে অনন্ত সচকিত প্রাণ
তোমার দ্বারে!
আজি অবিরাম হৃদয় অঞ্জলি
তোমার চরণে পড়িতেছে ঝড়ে।

রচনাকাল – 01/08/2018

আপন খবর