সংগীত – ভব পাড়ের তরী নবী

লাবিব মাহফুজ

ভব পাড়ের তরী নবী
নবী বিনে নাই উদ্ধার,
পুলসিরাতের কঠিন পাড়ি
তুমিই সম্বল আমার।

চিনে নিও রোজ হাশরে
উম্মত বলে ডাকিও মোরে,
ফেলো নাগো ঘোর আধারে
তুমি ছাড়া নাই পারাপার।

কাওসারের পাশে দাড়ায়ে
দিও সুধা দয়া করে,
কৃপাসিন্ধু কৃপাভরে
উদ্ধারিও এ প্রাণ আমার।

তোমায় যদি না পাই রাসুল
না দাও যদি প্রেমেরই ফুল,
অধম লাবিব হারাবে দুকূল
ডুবিবে অকূল পাথার।

রচনাকাল – 14/12/2012

আপন খবর