লাবিব মাহফুজ
আমি শুনি শুধু যার বেণুকার সুর
গহন দূরের বনে,
ডাগর আঁখি মোরে, ডাকে বারে বারে
গভীর তন্দ্রা স্বপনে।
প্রভাত বেলা হারাই তারে
নিশিথে যে ছিল বুকে,
জানি তার এ প্রণয়, স্বপনে শুধু
দিবে না ধরা পলকে।
মোর মাধবী কুঞ্জে তার চরণও নূপুর
রংধনু সম রয় জ্বলে,
আমি খুঁজি তার নয়ন বীণা
আমার সকল ভুলে।
সে পালায় দূরে, দূর সীমা পরে
আমারে ফেলিয়া ধরায়,
জানেনা সে পাষান, আমার এ ভূবন
তারে লয়েই বয়ে বয়ে যায়।
হারাইবে সে, কোন ভূবনে আর
সে তো মোর চিরজনমের চেনা,
তার হেটে চলা পথ, ডাকিবে আমায়
পাইবো ফের তারে করে আপনা।
রচনাকাল – 01/05/2018