লাবিব মাহফুজ
সর্বহারা দীন ভিখারী পারের কড়ি নাই সঙ্গে
নিজগুণে দীনহীনে কৃপাবারি দাও অঙ্গে।
অক্ষম আমি অধীন তোমার
তোমায় লয়েই জগৎ সংসার,
তুমিহীনা দুকূল আধার এইনা ভব রঙ্গে –
দয়া করে বাঁধো গুরু শ্রীচরণ ত্রিভঙ্গে।
তোমার মোহনও মুরারী সুরে
হৃদ যমুনায় জোয়ার ফিরে,
ধ্যানের কৈলাস অটল রেখে রাখিও অনঙ্গ –
ভূবন মোহিনী ও রূপ রেখো সুরের মৃদঙ্গে।
রচনাকাল – 21/10/2018