সংগীত – সর্বহারা দীন ভিখারী পারের কড়ি

লাবিব মাহফুজ

সর্বহারা দীন ভিখারী পারের কড়ি নাই সঙ্গে
নিজগুণে দীনহীনে কৃপাবারি দাও অঙ্গে।

অক্ষম আমি অধীন তোমার
তোমায় লয়েই জগৎ সংসার,
তুমিহীনা দুকূল আধার এইনা ভব রঙ্গে –
দয়া করে বাঁধো গুরু শ্রীচরণ ত্রিভঙ্গে।

তোমার মোহনও মুরারী সুরে
হৃদ যমুনায় জোয়ার ফিরে,
ধ্যানের কৈলাস অটল রেখে রাখিও অনঙ্গ –
ভূবন মোহিনী ও রূপ রেখো সুরের মৃদঙ্গে।

রচনাকাল – 21/10/2018

আপন খবর