লাবিব মাহফুজ
আমার বসন্ত কে কেড়ে নিবে?
আমি চৈত্রের খরতাপকে –
বন্ধু করে নিবো!
দহন কি শুধু আগুনে!
তোমার নৈকট্যও যে –
কতখানি পোড়ায়!
বরং আমার বসন্তকে নিয়েই নাও!
আর জেনে নাও –
যা নিয়েছো তা শুধু রং!
আমি অন্তরে ধারন করি বসন্তকে!
রং-বু-গুল সহযোগে –
আমার অনন্তকে!
যা কেড়ে নেয়া যায় না। থেকে যায়
অনস্তিত্বের অস্তিত্ব হয়ে!
রচনাকাল – 09/02/2023