লাবিব মাহফুজ
ভজবি যদি গুরু চরণ, গুরু গঞ্জে করো গমন
নিত্যধামে পরম গুরু, সদায় করে বিরাজন।
মানুষগুরু আশ্রয় করে, পরম গুরু ঘুরে ফিরে
ঐ মানুষের দাওন ধরে, থাকলে পাবি নিরাঞ্জন ।
যার হয় শুদ্ধ বুদ্ধি ভবে, সেইতো গুরুর কাঙাল হবে
লাবিব বলে ভক্ত রবে, শ্রী চরণে সর্বক্ষণ।
রচনাকাল – 07/04/2018