সংগীত – এ পাড়ে কোন সুখের আশায়

লাবিব মাহফুজ

এ পাড়ে কোন সুখের আশায়
ওপাড় পানে এ আঁখিদ্বয়
নিরবধী থাকে যে চাহিয়া –
কোন ময়ূরপঙ্খী পাড়ী জমায়
হৃদয় বনের রূপ কাঠের নায়
অনন্ত স্রোতে অনাদীকাল ভাসিয়া ভাসিয়া।

সে পানসী মেলায় ভেসে ভেসে
মন যেতে চায় নিরুদ্দেশে
যেথায় তোমার এলোকেশে
বাতাস চলে বহিয়া –
আমার নয়ন দিশা আজ অপলক
সে দূর পানে রয় জাগিয়া।

রচনাকাল – 27/10/2018

আপন খবর