লেখক – লাবিব মাহফুজ চিশতী
1. প্রেমিক হৃদয়ের আকুলতা যে পথের নির্মাণ করে সে পথেই রয় অনন্ত কল্যাণ।
2. প্রতিটি ক্ষুদ্রাদপিক্ষুদ্র বস্তুকণার মাঝেও অসীম জগতের উপাদান বিদ্যমান। প্রতিটি বস্তুই এক একটা অসীম জগত।
3. অনন্ত শক্তিমত্তার সাথে অদৃশ্য আল্লাহর অন্ধবিশ্বাসকে পরিত্যাগ করে, দৃশ্যমান তথা মানুষগুরু বা মানুষ আল্লাহকে স্বীয় বিশ্বাসে প্রতিষ্ঠিত করার নামই ধর্মে স্থিত হওয়া।
4. ঈশ্বর ও মানবের অভেদত্ব এবং ফলশ্রুতিতে মানবের একত্ব বোধই প্রকৃত ধর্ম।
5. নিজেকে প্রকাশ করা মানেই পরম সত্ত্বাকে প্রকাশ করা। কৃত্রিমতা পরিত্যাগ করে পূর্ণতম নিজেকে প্রকাশ করো।
6. সৃষ্টিব্যাপী বিরাজিত মায়াবন্ধন পূর্ণরূপে ত্যাগ না করা পর্যন্ত পুরুষত্ব অর্জন সম্ভব নয়।
7. জীবনের হাকিকত তো এখানেই যে, এই জীবনেই নিহিত মহাজীবন। শুধু একটি দ্বারোৎঘাটনের প্রতীক্ষা মাত্র।
8. চিরজীবন লাভ করতে চাও? চিরন্তন প্রভুর সাথে মিলিত হও।।
9. কোরআন বা কালামকে মুখস্থ করতে হয় না। যে সত্ত্বা হতে কালাম আসে, সেই সত্ত্বাকে অর্ন্তবাহ্যে ধারণ করতে হয়। তবেই আসতে থাকে নিরবচ্ছিন্ন কালাম।
10. পঞ্চভৌতিক দেহ যখন একত্বে কায়েম হয় তখনই লাভ হয় চিরমুক্তি।
লেখক – লাবিব মাহফুজ চিশতী