সংগীত – আমি কি পারি তোমায় ভালোবাসিতে

লাবিব মাহফুজ

আমি কি পারি তোমায়
ভালোবাসিতে –
দয়াল অসীম তব ঐ রূপ তোমার, ধরিতে আঁখিতে।

কেমনে মোর পাপী হিয়া
চায় দয়ালের চরণ ছায়া
আমার শুণ্য বাসর কোন সুর দিয়া, চাইগো সাজাতে।

যে বাসনায় বেধেছি প্রাণ
রাখিতে বুকে ঐ চরণ
তোমার চরণের কি যোগ্য এমন, বুঝাবো কি মতে।

অভাগা অভাজন বলে
দাও যদি গো দুরে ফেলে
আমার কাটবে জিবন চোখের জলে, দিবসে নিশিথে।

রচনাকাল – 05/10/2018

আপন খবর