কবিতা – যুদ্ধ

লাবিব মাহফুজ

যুদ্ধ নয় যুদ্ধ নয়, করি শান্তি কামনা
কি দেয় যুদ্ধ মোদের, ব্যতিত যাতনা।

জয়ী হলেও কষ্ট থাকে হৃদয়ও মাঝারে
সঙ্গী সাথী বন্ধু বান্ধব কেনো পরপারে।

খুশি থাকে কেনো ওরা যুদ্ধ করে জয়
জয় নয়, এটা যেনা মানবতার ক্ষয়।

লক্ষ লক্ষ সৈনিক মরে নিষ্ঠুর যুদ্ধে
কোটি কোটি টাকার ক্ষতি নির্মম দন্দ্বে।

কোটি টাকার বিনিময়েও যুদ্ধ না আর করি
এই পৃথিবী শান্তির আবার থাকবে জনম ভরি।

কাঁধে কাঁধ রেখে খোদার করি উপাসনা
না যেনো পাইতে হয় যুদ্ধ যাতনা।

সুখে ও শান্তিতে মোরা থাকবো আজীবন
কবুল করো এ দোয়া হে রহমান রাহীম।

রচনাকাল – 29/077/2011

আপন খবর