লাবিব মাহফুজ
এতোটা পাষাণ তো নই আমি!
এক, একক, অদ্বিতীয়, লা-শরীক
এসব তো আমি নই – মাবুদ!
তোমার মতো ছলনাময়ী –
সুদূর ষড়যন্ত্র তো আমি করি নি!
হে প্রভু! তুমি যেমন –
চিরকাল বন্ধু বন্ধু ডেকেও –
রয়ে গেলে চির একা! একক সত্ত্বায়
সকলি আপনাতে ধরে, নিজেরে
পাষাণ প্রস্তর সম করে রাখলে –
অনন্ত নিঃসঙ্গ! হে প্রভূ
এতোটা পাষাণ তো নই আমি!
আমিতো বরং পাপী! পথহীনা!
খন্ডিত এক ধারণায় চিরবন্দী –
পথিক মাত্র!
একাকীত্ব অর্জনের – কোনো শক্তিই
নেই এ রক্তে, মাংসে!
আমি প্রাণপণে চাই শিরিক করতে!
আমি প্রাণপণ চাই নিজেরে হারাতে!
প্রাণপণ চাই –
একজন বন্ধু হোক আমার!
খোদার মতো ছলনায় নয়, বরং
পাপীর মতো! সত্যিকারই –
কেউ হয়ে উঠুক আমার!
আমার অংশ! আমার সত্ত্বার –
এক অবিচ্ছেদ্য শাশ্বত অধিকারী!
মাবুদ, একজন বন্ধুর অনন্ত তৃষ্ণা
বুকে ধরে আছি প্রতীক্ষায়!
একা রেখোনা আমায়! তাহলে
প্রকাশ হয়ে পড়বে –
তোমার অদ্বৈতবাদের সকল রহস্য!
রচনাকাল – 11/08/2022