লাবিব মাহফুজ
ঘোর তরঙ্গে সে নিদান বেলায় রে
যেদিন আমার দুইকূল হবে অন্ধকার,
সেই ঘোর সংকটে মুর্শিদ আমায়
মাঝি হয়ে কইরো পার।
যেদিন কূলহারা পাখিরও মতো, ঝড়ো নিশার রাতে
সব হারাইয়া নিঃস্ব হইয়া, পড়ে থাকবো পথে।
সেদিন মোহমায়ার এ জঞ্জাল হতে রে
আমায় হাত ধরে কইরো উদ্ধার।
মাঝ নদীতে ঝড় উঠিলে, নাও ডুবিয়া যায়
অসহায়ও নৌকার যাত্রী, কূলের পানে চায়।
ও সেই নিদান কালে তোমার রূপ কাঠের নায় রে
আমি পাই যেনো নদীর কিনার।
কত হৃদবাসরে প্রদীপ জ্বেলে, সাজায়েছি যারে
সেই মুর্শিদ চাঁন মোর আশার আলো ফেলবেনা আধারে।
কাঙাল লাবিব বলে মুর্শিদ বিনা রে
অকুল সাগরে নাই উদ্ধার।