সংগীত – এযে অসীমও আনন্দ সখি

লাবিব মাহফুজ

এযে অসীমও আনন্দ সখি
অনুভবি নিতি তায়,
মোর চিদাকাশে সদা ভাসে
প্রেম স্বরূপে রূপময়!

আমার এ দেহভূমি আসন করে
দাড়াও এসে স্বরূপ ধরে গো!
চিন্ময় শ্রীরূপ চিত্তপটে
জাগাইও প্রেম ছোঁয়ায়!

আমার এ আঁখির কোনে
আমার আকুল করা মনে-প্রাণে!
আমার উদাস করা দীপক তানে
আনে প্রাণানন্দ –
আনে প্রাণানন্দ হৃদয় ভরে
না বোঝা মোর স্বরূপ ঘরে
আধার ঘরে! –
আমার আধার ঘরে সদায় যেনো
রূপের বাতি জ্বলে রয়!

রচনাকাল – 13/04/2023

আপন খবর