আপন ফাউন্ডেশন

সংগীত – শান্তির অমৃত ও রাতুল চরণে

Date:

Share post:

লাবিব মাহফুজ

শান্তির অমৃত ও রাতুল চরণে
আশ্রয় লাভে ধন্য করো এ জিবন
ভব সাগরের অনল ভেদী উঠে আসো মন।

শান্তিময়, নিত্যময়, জিবন্ত ও মুরতি
আধার ভেদিয়া জ্বালায় রূপের বাতি
আপনায় রাখো তারে, একান্ত আপন করে
শ্রী চরণ ধ্যান করো দীলেতে ধারণ।

অনিত্য আশ্রয় ছাড়ি অখন্ড কালে
রুজু হও এক মনে, শ্রী চরণ তলে
দয়াল হইলে সহায়, পরপাড়ে আর নাহি ভয়
ত্বরাইয়া লইবে তোমায় করিয়া আপন।

রচনাকাল – 30/10/2018

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles