নাসরিন সুলতানা চিশতী
অসীম আর সীমের মিলন মেলা হলো এ মানুষ
সীমেতে লীলা নিত্য দেখো জাগিয়ে তব হুঁশ।
একত্বের মাঝে আল্লাহ হয়ে আছেন লীন
মুহাম্মদের রূপের ঘরে রয়েছেন বিলীন।
নিস্তি থেকে হাস্তি হয়ে হুয়াজ জাহির হলো
হিজাবের আড়ালে দেখো লুকিয়ে রইলো।
বিভেদের ভাবনায় যবে চৈতন্য হারালো
খন্ডকালের ভাবনায় তা বিচ্ছিন্ন হলো।
ত্রিভুবনে এক মুহাম্মদ সর্বস্তরে আছেন
জ্ঞানীজনে চিনতে পেরে তাঁরে ভক্তি করেন।
স্বাধীন দেশের যাত্রী তাঁরা স্বাধীন দেশে বসত
তাঁরাই পেয়েছে জানো দ্বীনে মুহাম্মদ।
আত্ম পরিচয় হারিয়ে আজ রয়েছে বেহুঁশ
নিজ আত্মা হারা হলে থাকে না আর মানুষ।
চৈতন্য জ্ঞানযোগে হবে সেই দেশের দিশা
আক্ষরিক বিদ্যা দিয়ে তা হবে না খোলাসা।
মতলেক কালাম নাতেক হলো প্রতীকি ভাষায়
অসীমের কালাম এই সীমেতে ফুঁকায়।
সেই কালামের ভেদ বুঝেছে যাহারা
অসীম-সীমের খেলা বুঝেছে তাহারা।
এই লীলার ভেদ যদি কেহ বুঝতে চাও
গুরুর শ্রীপাদ পদ্মে ভক্তিযোগে নিজেকে বিকাও।