লাবিব মাহফুজ
এই মানুষ হয় শ্রীকৃষ্ণের বাঁশি, মন প্রেয়সী গোপীজন
সুরে সুরে ডেকে ফিরে, নিত্য বৃন্দাবন।
বিষয় মায়ার যমুনাতে, দুর্গতি হয় ডুবলে তাতে
জ্ঞানী জনা কূল পাইতে, ধরে শ্রী গুরুর চরণ।
বাসনা রূপ বসন যদি, হরন করে কৃষ্ণ নিধি
তবেই তোমার মন বিবাদী, হবে সরল সমর্পণ।
অধম লাবিব বলে ব্রজধামে, আপন বিলাও কৃষ্ণ প্রেমে
তবেই তোমার স্বরূপ ধামে, রইবে বাধা নিরঞ্জন।
রচনাকাল – 21/10/2020